আজকের শিরোনাম :

মেলান্দহে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার, আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ১০:৩৯

জামালপুরের মেলান্দহে পৃথক ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে পুলিশের হেফাজতে আনা হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার ১৪ জুন ভোরে মেলান্দহ পৌরসভার শ্যামপুর হাই স্কুলের সাথে টুনু শেখের ছেলে ফজল হক নিজ ঘরের পাশেই মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে।

কয়েকদিন আগে প্রতিবেশি মহির উদ্দিন হুটকুর সাথে দিনমজুরির পাওনা নিয়ে ফজল হকের কথা কাটাকাটির ঘটনায় মৃত্যুর কারণ হতে পারে বলে ফজলের স্বজনরা জানিয়েছেন।

অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হুটকু, মজিনা এবং হানাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

অপরদিকে একই দিন বিকেল ৩টার দিকে নয়ানগর ইউনিয়নের উদনাপাড়া নয়াপাড়া গ্রামের নূরু সরকারের ছেলে যাত্রা মন্ডলের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও যাত্রা মন্ডলের স্বজন আলহাজ রুস্তম আলী কন্ট্রাক্টর জানিয়েছেন মানষিক ভারসাম্যহীন যাত্রা মন্ডল তিন দিন আগে নিখোঁজ হন। যাত্রা মন্ডলের নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং চলছিল। অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এটি নিশ্চিত করেছেন।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ