আজকের শিরোনাম :

কাউখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ২১:১৫

কাউখালী (পিরোজপুর), ১৮ জুলাই, এবিনিউজ : মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুরের কাউখালীতে এ কর্মসূিচর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবীর।

আজ বুধবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসকে, জাবিদ হোসেন, ইউআরসি'র ইনস্ট্রাক্টর মাহফুজা খানম, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি  জাহাংগীর কবির ও সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

এছাড়া উপজেলা চেয়ারম্যান সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়েও চারা রোপণ করেন। বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলা এবং বৃক্ষ রোপণ অভিযান উপলক্ষে এই আয়োজন করে সরকার। গত তিন বছর ধরেই এক দিনে এই ৩০ লাখ গাছ রোপণের অভিযান করছে সরকার। সরকার সামাজিক বনায়নের মাধ্যমেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ অভিযান চালাচ্ছে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ