আজকের শিরোনাম :

ভুরুঙ্গামারীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ২১:০৮

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম), ১৮ জুলাই, এবিনিউজ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আব্দুল জলিল সরকার, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু, সাংবাদিক এ এস খোকন, আরমান হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আশরাফুল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির বলেন, প্রাকৃতিক উৎসের মাছে বাংলাদেশ বিশ্বে ৩য় স্থান অধিকার করেছে। দেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য খাত একটি সম্ভবনাময় খাত। বর্ধিত জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন বৈদেশিক মুদ্রা অর্জন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলছে।

মংস্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় পুকুর রয়েছে ২৮৪০, সরকারি বিল ২২টি, বেসরকারি ১২টি। এছাড়াও পাথরডুবি ও বাঁশজানীতে পুকুরে গলদা চিংড়ি, কই, মাগুর, শিং ব্যাপকভাবে চাষ হচ্ছে।

এবিএন/এ এস খোকন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ