আজকের শিরোনাম :

বান্দরবানে নতুন ১৪ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২০, ১৩:১৪

বান্দরবানে মেঘলার লুম্বিনী গার্মেন্টসের শ্রমিকসহ ১৪ জন করোনা শরীরে সনাক্ত হয়েছে।

গতকাল সোমবার (৮ জুন) রাতে কক্সবাজার ল্যাবের পাঠানো রিপোর্টে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানান, বান্দরবান সদরে ১৪ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। নতুন সনাক্তদের মধ্যে লুম্বিনী গার্মেন্টসের শ্রমিকের সংখ্যায় বেশি দেখা গেছে। এ নিয়ে পুরো জেলায় করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, কক্সবাজার ল্যাবের পাঠানো রিপোর্টে বান্দরবান সদরে রোববার রাত পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ১৪ জন। তাদের মধ্যে লম্বিনী গার্মেন্টসের শ্রমিকের সংখ্যা বেশি দেখা গেছে। এদের বাড়ি বান্দরবান সদরের বিভিন্ন এলাকায়, তাদেরকে আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এ পর্যন্ত পুরো বান্দরবন জ্বালায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ