আজকের শিরোনাম :

ছাতকে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১৩:০৩

ছাতকে ৪টি গ্রামের দরিদ্র-কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ছাত্ররা।

গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ১২৫টি পরিবারের মধ্যে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই আজাদের পুত্র সিলেট লিডিং ইউনিভার্সিটির ছাত্র মো. হাসিবুল হাসান তারেক ও তার সহপার্টি কয়েকজন প্রবাসী ছাত্রদের উদ্যোগে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

দিনভর উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল ও মালিপুর, উত্তর খুরমা ইউনিয়নের জামিরখাই, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের ধারণবাজার এলাকায় এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি সোয়াবিন তৈল, ১টি সাবান ও করোনা সংক্রমণ রোধে মুখে ব্যবহারের মাস্ক দেওয়া হয়।
 
খাদ্য সহায়তা প্রদানকালে এলাকার মাস্টার আব্দুল গফফার, আবুল লেইছ, নাজমুল হাসান নাহিন, মহিদুল হাসান মাহি, মোহাম্মদ ফাহাদ (আমেরিকায় অধ্যয়নরত), মোস্তফা মহসিন ফাহমিদ (কানাডায় অধ্যয়নরত), মোহাইমিন হাসান (আমেরিকায় অধ্যয়নরত), আতিক চৌধুরী (আমেরিকা অধ্যয়নরত), রিয়াজ উদ্দিন (কানাডায় অধ্যয়নরত), নাবিদ আহমেদ (আমেরিকা অধ্যয়নরত), এনায়েত চৌধুরী (আমেরিকায় অধ্যয়নরত) হাসান রাফিদ (শাস্ট), মোহাম্মদ ফুজায়েল (নর্থ ইস্ট মেডিকেলে অধ্যয়নরত), মোহাম্মদ শয়ন (লিডিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত) সোয়াইব আহমদসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

এবিএন/হেলাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ