আজকের শিরোনাম :

ইসলামপুরের দুই শিশু মেলান্দহ থেকে উদ্ধার, আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১২:৩৭

জামালপুরের মেলান্দহ থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুর বাড়ি ইসলামপুর উপজেলায়। এদের মধ্যে একজন হাড়গিলা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আ. রহিম। অপরজন তারতাপাড়ার বিপ্লবের ছেলে রাকিবুল ইসলাম।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম খান জানান, ৬ জুন রাত ১টার পর অপরিচিত দুই শিশুকে শিহাটা থেকে রাজিব বাসযোগে ঢাকায় নেয়ার কথা ছিল।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই শিশুদের আটকে রেখে পুলিশে খবর দেয়। রাতেই শিহাটা থেকে শিশুদের উদ্ধার শেষে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য জয়নালের স্ত্রীর বড় ভাই বাবুল নামে একজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

ওদিকে শিশুকে গ্রহণকারী ইসলামপুর থানার এসআই মাহমুদুল হক বলেছেন সার্কাস দেখানোর কথা বলে শিশুদের ভাগিয়ে নেয় মেলান্দহের জয়নাল আবেদিন নামে এক রিক্সাচালক। তাদেরকে শিহাটা গ্রামে রাখে। শিশুদের কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে আসেন।

এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার দুপুরের পরপর মেলান্দহ উপজেলার জালালপুর গ্রামের হুরমুজ আলী হুরুর ছেলে রিক্সাচালক জয়নাল আবেদিন ওই শিশুদ্বয়কে হাড়গিলা-তারতাপাড়া এলাকা থেকে নিয়ে যায়। শিশুদেরকে জয়নালের শ^শুরালয় মেলান্দহের শিহাটা গ্রামের হইবর খানের বাড়ি রাখে। রাতের অন্ধকারে শিশুদের ঢাকার উদ্দেশ্যে রাজিব বাসে তুলে দেয়াকালে মেলান্দহ থানা পুলিশ উদ্ধার করে।

গতাকল শনিবার বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবরে জানা গেছে, এ ঘটনায় ইসলামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামি জয়নালকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

এবিএন/মো. শাহ্ জামাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ