আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ৭৫ লাখ টাকা অনুদানের চেক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১১:৫০

শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ৯টি চা বাগানের ১ হাজার ৫০৩ জন চা শ্রমিকের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কালীঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৯টি চা বাগানের ১ হাজার ৫০৩ জন চা শ্রমিকের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় আরও  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমূখ ।  

শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র  জানায়, শ্রীমঙ্গল উপজেলার ৪২টি চা বাগান শ্রমিকদের মধ্য থেকে ৭ হাজার ৪৮৫ জনকে ৫ হাজার টাকা করে ৩ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা বাবদ অনুদানের চেক বিতরন করা হবে।

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ