হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ১৪:০৮

হবিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের আজমিরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতরা হলেন- আজমিরীগঞ্জ  উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের মারফত আলী (১৭), একই গ্রামের রবিন মিয়া (১৭) ও শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ছন্ডিপুর গ্রামের আসকির মিয়া (৫০)।

পুলিশ জানায়,  শনিবার (৬ জুন) সকালে ৫ কিশোর আজমিরীগঞ্জের হাওরে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ কিশোর মারা যায় ও ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, লাশ থানায় রাখা হয়েছে।

এ ছাড়া শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, শনিবার দুপুরে নিহত আসকির মিয়া হাওরে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ