আজকের শিরোনাম :

ডিমলায় অটোচালক সমবায় সমিতির উদ্যোগে সীমিত যাত্রী বহন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ১৪:০২

বাংলাদেশে চলমান মহামারি (কোভিট-১৯) করোনা ভাইরাস প্রার্দুভাবে নীলফামারী জেলার ডিমলা-উপজেলা পেশাজীবী অটোচালক সমবায় সমিতি লি. এর সাংগঠনিক সম্পাদক- মো. শরিফ হোসেনের উদ্যোগে অটোবাইকে সীমিত যাত্রী বহন কাজ অব্যাহত রয়েছে।

উপজেলার প্রতিটি রাস্তাঘাটে অটোবাইকে ৮ জনের পরিবর্তে ৪ জন করে গাড়ীতে উঠানো ও গাড়ীতে হ্যান্ড ওযাশ, হাতে গ্লোপ্স পরিধান, মাখে মাস্ক ব্যবহৃত যাত্রী ব্যতিত অন্য কোন যাত্রী উঠানো নিষেধ এবং গণসচেতনতামূলক প্রতিটি হাটবাজারে মাইকিং প্রচার-প্রচারণায় দিনরাত কাজ করে যাচ্ছেন উপজেলা পেশাজীবী অটোচালক সমবায় সমিতি লি. এর সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক-মফিজার রহমান মোফা, সহ-সভাপতি মো. সাজ্জাদুল ইসলাম সাজু, রোড সম্পাদ মো. নুরল ইসলাম, মো. আলা উদ্দিন, মো. মফিজুল ইসলাম প্রমূখ।

সভাপতি বলেন, সরকারি বিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম-নীতি মেনে উপজেলার বিভিন্ন রোডে অটোবাইক চলাচল করছে বলে জানান।   

এবিএন/মো. বাদশা সেকেন্দার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ