আজকের শিরোনাম :

চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ওয়ালটন শো’রুমে ৫৪ হাজার টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৯:৪৬

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ওয়ালটন শো-রুমের ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত দু’দফায় ৫৪ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে এবং বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা পৃথকভাবে এ অর্থদন্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম জানান, সরকারি নির্দেশ অমান্য করে বিকেলে ৫টার দিকে শোরুম খোলা রাখার অপরাধে উপজেলা সদর বাজারে অবস্থিত ওয়ালটন শো রুমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ সময় শোরুমের মালিক মো. জাহাঙ্গীর আলম মুন্সি ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।

অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করে মুখে মাস্ক না পরায় ওই শো-রুম থেকে সকালে আরও ৪ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

এবিএন/এস এস সাগর/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ