আজকের শিরোনাম :

ডিমলায় ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ২০:৩৭

ডিমলা (নীলফামারী), ১৭ জুলাই, এবিনিউজ : ডিমলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। দিন বদলের বাংলাদেশ ফলবৃক্ষ ভরব দেশ এই স্লোগানকে সামনে রেখে এবারের বৃক্ষমেলা শুরু করা হয়।

এ উপলক্ষে আজ মঙ্গলবার একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব মো. আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি- বীরমুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম।

বক্তব্য রাখেন- মো. সহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, ডিমলা, কৃষিবীদ মো. সেকেন্দার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা, মো. মফিজ উদ্দিন শেখ, অফিসার ইনচার্জ, ডিমলা থানা, প্রশন্ন কুমার অধিকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা- রেজাউল হাসান, বিআরডিবি’র কর্মকর্তা- রেজাউর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মজিবর রহমান, মহিলা দপি চেয়ারম্যান আবুল কাসেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া।

সভায় বক্তারা মানব জীবনে ফলদবৃক্ষের প্রয়োজনীয়তা এবং পুষ্টির চাহিদা পূরণে দেশি ফলের গুরুত্বের বিষয় বিষদ ব্যাখা প্রদান করেন ও কৃষি ক্ষেত্রে বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্যের কথা বর্ণনা করেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবু কনক চন্দ্র রায়। মেলায় ব্র্যাক, পল্লীশ্রী , আরডিআরসহ স্থানীয় নার্সারী মিলে প্রায় ১৫টি স্টল অংশগ্রহণ করেন।

এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ