আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত, ওসি প্রত্যাহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ১৪:২৩

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যথার্থ দায়িত্ব পালন না করায় তাকে পুলিশ সুপার বগুড়া (হাইওয়ে) কার্যালয়ে সম্পৃক্ত করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল কবরস্থানের সন্নিকটে বাসচাপায় শিশু সন্তানসহ স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস উল্লেখিত স্থানে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাঞ্চু সূত্রধরের মৃত্যু ও তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। মহাসড়ক পথে অটোরিকশা চলাচল করায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার (হাইওয়ে) মো. শহিদুল্লাহ ওসি খাইরুল ইসলামকে ওই দিন রাতেই এই প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

প্রত্যাহারকৃত ওসি খাইরুল ইসলাম গতকাল বুধবার বিকেলে ওই পুলিশ সুপার কার্যালয়ে সম্পৃক্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এসএম তফিজ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ