আজকের শিরোনাম :

পাইকগাছায় ক্ষতিগ্রস্ত কড়ুলিয়া ওয়াপদার বেড়িবাঁধ এলাকাবাসীর মেরামত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ১৪:০৯ | আপডেট : ০৪ জুন ২০২০, ১৪:১১

পাইকগাছায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লস্কর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের কড়–লিয়া ৩ হাজার ফুট ওয়াপদার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে এমন আশংকায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁধ মেরামত কাজ শুরু করেছে।

গত ২০ এপ্রিল ঘূর্ণিঝড় আম্পান আঘাতহানে উপকূলীয় এ জনপদে। ঘূর্ণিঝড়ের আঘাতে অন্যান্য ইউনিয়নের ন্যায় লস্কর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের কড়–লিয়া ওড়াবুনিয়া গেট হতে ফসিয়ার রহমানের চিংড়ি ঘেরের গেট পর্যন্ত ৩ হাজার ফুট ওয়াপদার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়।

ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙ্গে যে কোন মুহূর্তে পাইকগাছা, কড়–লিয়া, লস্কর, পারিশামারী, নূনিয়াপাড়া, খালিয়ারচক সহ সোলাদানা ও লস্কর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

এমন আশংকায় কড়–রিয়া মৌজার জমির মালিকদের আর্থিক সহযোগিতায় এলাকাবাসী লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের উপস্থিতিতে দেড়’শ শ্রমিক নিয়ে বুধবার সকালে বাঁধ মেরামত কাজ শুরু করে।

স্থানীয়ভাবে আগামী ৫ দিনের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ঝুঁকিপূর্ণ এলাকাবাসী।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ