আজকের শিরোনাম :

কয়রায় সদ্য মেরামত করা ঘাটাখালি বাঁধ ভাঙন, উৎকণ্ঠায় এলাকাবাসী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ১৩:৫৭

ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যাওয়া কয়রা সদরের হরিণখোলা-ঘাটাখালি বেড়িবাঁধটি সদ্য রিংবাঁধ দিয়ে মেরামত করে পানি আটকানোর মাত্র তিন দিন পর গতকাল বুধবার প্রবল জোয়ারে আবারো ভেঙে গিয়ে উপজেলা সদরসহ আশপাশ এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, জোয়ারের পানিতে সদ্য নির্মিত রিংবাঁধের দুটি স্থানের প্রায় দেড়’শ ফুট জায়গা ভেঙে গিয়ে হু হু করে পানি ঢুকতে শুরু করে।

নুতন করে বাঁধ ভেঙে লোনা পানি প্রবেশ করায় এলাকার লোকজনের মাঝে চরম হতাশা, উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এদিকে উত্তর বেদকাশির হাজতখালি ও গাজীপাড়া বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ১৩ দিন পার হলেও এখনো মেরামত করা সম্ভব হয়নি।

ফলে এখানকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে সীমাহীন দুঃখ কষ্টে দিন পার করছেন। জরুরী ভিত্তিতে এ সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

এবিএন/শাহীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ