আজকের শিরোনাম :

সেনবাগে চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ১০:২৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী ইউনুস পাটোয়ারী বাচ্চু দায়ের করা চাঁদাবাজির মামলার মূল আসামি কথিত সাংবাদিক শাহাদাত হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় সেনবাগ থানার এসআই সবুজ পাল উপজেলার কানকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে। স্বপন একই এলাকার মাঝি বাড়ীর আবুল কালাম আবুর পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, শাহাদাত হেসেন স্বপন সাংবাদিকতার আড়ালে যানবাহন সহ লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দিয়ে চাঁদাবাজি করে আসছিল।

এই ঘটনায় বীরকোট গ্রামের ইউনুস পাটোয়ারী বাচ্চু নামের এক ব্যবসায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করলে সেনবাগ থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে।

এসময় ওই মামলার অপর আসামি কথিত সাংবাদিক রাজু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সাংবাদিক স্বপনের বিরুদ্ধ মাদক আইনেও মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হবে

অনলাইন দর্পন টেলিভিশনের নোয়াখালী ও ভোরের আলো পত্রিকার সেনবাগ প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে লোকজনকে ভয়ভিতি দেখিয়ে চাঁদাবাজি করতো।

এবিএন/ফিরোজ আলম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ