আজকের শিরোনাম :

কুমিল্লা মেডিকেলে আইসিইউ এবং ডেডিকেটেড কোভিড-১৯ বিভাগের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ২০:১৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ এবং ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পরে মন্ত্রী বলেছেন, ‘এখানে করোনায় সংক্রামিত ব্যক্তিরা তাদের কাঙ্খিত সেবাটুকু পাবেন। কুমিল্লার মত বৃহত্তর একটি জেলায় বর্তমান মহমারিতে করোনার চিকিৎসা সেবায় আইসিইউ বিভাগ এবং ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আলাদা ভবনে ১০টি ভেন্টিলেটর, ১০টি আইসিইউ বেডসহ ১৫৪ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ড উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ প্রমুখ।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ