আজকের শিরোনাম :

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিককে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১২:৩৪

নওগাঁর বদলগাছীতে কয়লার পরিবর্তে কাঠ পোড়ার অভিযোগে একটি ইটভাটার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, বেলা ১টায় বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহারুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার মথুরাপুর ইউনিয়নে এমবি ব্রিক্স নামের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে এমবি ব্রিক্স এর মালিক বাচ্চুকে তার ইটভাটায় কাঠ না পোড়ানোর জন্য সতর্ক করে দেওয়া হলেও সে কোন তোয়াক্কা করেননি। ফলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ