আজকের শিরোনাম :

ঈদগাঁওয়ে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১২:১৪

দেশে করোনা মহামারি শুরুর পর থেকে কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর কোন বাসিন্দা দেশে করোনাক্রান্ত হয়ে এ প্রথম মৃত্যুবরণ করলেন।

তবে বিদেশে ইতিমধ্যে বৃহত্তর ঈদগাঁওর কয়েকজন প্রবাসী করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম মৃত্যু হওয়া ঈদগাঁওর এ হতভাগার নাম মো.   এছারুল করিম। সে উপজেলার বৃহত্তর ঈদগাঁওস্থ পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার শহরের পৌরসভাস্থ পূর্ব পাহাড়তলীর ইছুলুর ঘোনা নামক এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছিলেন।

সোমবার (১ জুন) ভোর ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 ইতিপূর্বে  হতভাগা মো. এছারুল করিমের করোনা লক্ষণ দেখা দিলে তিনি স্যাম্পল জমা দেন। রবিবার (৩১ মে) তার রিপোর্ট পজিটিভ আসে।

রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয় এবং সেখানেই তিনি সোমবার ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, তার পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে একরামুল হক সুস্থ আছেন এবং অপর সদস্য ও ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন।

এবিএন/আনোয়ার হোছাইন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ