আজকের শিরোনাম :

চিতলমারীতে ঢাকাফেরত ২ যুবকের করোনা শনাক্ত, ১৩ বাড়ি লকডাউন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১২:০৪

বাগেরহাটের চিতলমারীতে ঢাকা ফেরত ২ যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা দুইজনই ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকুরী করত।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানুন হাসান মিলন ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক গতকাল সোমবার রাত ১০টায় করোনা শনাক্ত হওয়া উপজেলার চর-কচুরিয়া এলাকার শফিকুল হাওলাদার ও নালুয়া এলাকার হাবিবুর রহমান মোল্লা নামের ওই দুই যুবকের বাড়িতে গিয়ে তাদের আইসোলেশনের থাকার নির্দেশ দেন।

এ সময় নালুয়া বাজারের ৮টি বাড়ি ও চরকচুড়িয়া গ্রামের ৫টিসহ মোট ১৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, ২৮ মে বৃহস্পতিবার চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে করোনার প্রাথমিক উপসর্গ থাকায় মোট ১৭ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় আসা রিপোর্টে ওই ১৭ জনের মধ্যে ঢাকা ফেরত দুই যুবকের শরীরের করোনা পজেটিভ শনাক্ত করা হয়।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানুন হাসান জানান, সোমবার রাতে প্রাথমিক ভাবে ওই যুবককে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার তাদের  সংস্পর্শে আসা  ব্যক্তি ও পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।

এবিএন/এস এস সাগর/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ