আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২০, ১২:৩৪

শ্রীমঙ্গলে একদিনে আরো ১৮ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের একজন ডাক্তার, একজন নার্স, একজন মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন ওয়ার্ডবয় রয়েছেন।

এনিয়ে হাসপাতালের দুই ডাক্তারসহ ৫ জন করোনা আক্রান্ত হলো।

গতকাল রাতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলামের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি ১৮ জন করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গতকাল রবিবার রাতে আক্রান্তদের নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছে।  

তিনি জানান, রাতেই শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, শ্রীমঙ্গলের এসিল্যাণ্ড মো. মাহমুদুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও পুলিশ ফোর্স আক্রান্তদের বাড়ি যান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ও ওইসব বাড়ি লকডাউন করেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দুইজন সুস্থ হয়েছেন এবং দুইজন মৃত্যুবরণ করেছেন।

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ