আজকের শিরোনাম :

বোরহানউদ্দিনে ৫ জুয়ারিকে ১৪ দিনের কারাদন্ড

  মো. মমিনুল ইসলাম

৩১ মে ২০২০, ১৮:৪৬ | আপডেট : ৩১ মে ২০২০, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড থেকে জুয়া (তাস) খেলা অবস্থায় ৫ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে বোরহানউদ্দিন থানায় কর্মরত এসআই মো: মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী আসামীদের প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ (চৌদ্দ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটকৃতরা হলেন হাসেম মিঝি (৪২), শহিদ হাওলাদার, রোকন মাতব্বর স্বপন, মো: রিয়াজ উদ্দিন ও মো: রিয়াজ খান (২৮)।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এদেরকে ইতিপূর্বে আরো কয়েকবার আটক করা হয়েছিলো ও কারাদন্ড প্রদান করা হয়েছে। এই অভিযান অভ্যাহত থাকবে। 

তথ্যসূত্রে জানা যায়, কুতুবা ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে-অপ্রকাশ্যে প্রতিনিয়ত চলে রমরমা জুয়ার আসর। সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে, যার কারণে এলাকার শত শত পরিবার নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করে বলেন, জুয়ার কারণে পারিবারিক কলহ-বিবাদ, চুরি- ছিনতাই বেড়েই চলেছে। আমার প্রশাসনের নিকট এর প্রতিকার চাই। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ