আজকের শিরোনাম :

নওগাঁয় করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় ও অভিনন্দন সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ১১:৩৫

নওগাঁর পতœীতলা থানা পুলিশের আয়োজনে করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় ও অভিনন্দন সভা নিরাপদ দূরত্ব বজায় রেখে গতকাল শনিবার থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্, পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান, ডা. দেবাশিষ রায়সহ থানার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

এ সময় প্রধান অতিথি করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ফুল দিয়ে অভিনন্দন জানান। শেষে সকলকে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরে চলাচলের আহ্বান জানান।

উল্লেখ্য পতœীতলা উপজেলায় করোনা পজেটিভ ১৩ জনের মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত ইন্সপেক্টর সহ ৭জন থানা স্টাফ এবং ইন্সপেক্টর তদন্ত এর সহধর্মিনী ও থানার একজন গৃহকর্মী মহিলা। অপর চারজন উপজেলার আমাইড় ইউপির।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ