আজকের শিরোনাম :

গোপালপুরে করোনা উপসর্গ নিয়ে ফার্মাসিস্ট’র মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ১২:২৬

টাঙ্গাইলের গোপালপুরে করোনার উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার গরীবের ডাক্তার হিসেবে খ্যাত প্রশান্ত কুমার চন্দ নামের এক ফার্মাসিস্ট’র মৃত্যু হয়েছে। সে উপজেলার ঝাওয়াইল বাজারের প্রয়াত প্রভাত চন্দের ছেলে ও প্রসন্ন মেডিক্যাল হলের সত্ত্বাধিকারি ছিলো।

শুক্রবার রাতেই তার মরদেহ সরকারি নিয়মে ঢাকায় তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এলাকাবাসিরা জানায়, ফার্মাসিস্ট এবং প্রাইভেট প্র্যাকটিশনার প্রশান্ত কুমার চন্দ এর হৃদরোগ ও শ্বাসকষ্ট ছিলো। পবিত্র ইদুল ফিতরের দিন তিনি জ্বর, কাশি ও সর্দি নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি ঘটলে গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকাস্থ ধানমন্ডি আনোয়ার খান মডার্ণ কলেজ ও হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রফেসর ডা. রফিকুল ইসলাম জানান, ‘প্রশান্ত তার গ্রামের ছেলে। করোনার উপসর্গ নিয়ে তিনি বৃহস্পতিবার এখানে ভর্তি হন। তাকে সব ধরনের চিকিৎসা দেয়া হয়। করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।’

প্রশান্তের বড় ভাই ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের সহকারি অধ্যাপক প্রভাষ চন্দ খবরটি নিশ্চিত করে জানান, ‘ঝাওয়াইল বাজারে প্রসন্ন মেডিক্যাল হল নামে প্রশান্তের একটি ক্লিনিক রয়েছে। সরকারি চাকরি বাদ দিয়ে তিনি গরীব মানুষকে এখানে সারা জীবন চিকিৎসা সেবা দিয়ে গেছেন। তাকে সরকারি নিয়মে ঢাকায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।’

এদিকে গরীবের ডাক্তার বলে খ্যাত প্রশান্ত চন্দের অকাল মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।  

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি জানান, ‘প্রশান্তের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে সরকারি নিয়ম অনুযায়ী বাসাবাড়ি ও ওষুদের দোকান লকডাউন করা হবে।’

গোপালপুর কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. লুৎফুল কবীর প্রশান্তের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এবিএন/এ কিউ রাসেল/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ