আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ১১:১৯

লক্ষ্মীপুর জেলায় একদিনে সর্বোচ্চ ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ২০, রামগঞ্জে ৭, কমলনগরে ৭, রামগতিতে ২ ও লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নমুনা নেয়া চাঁদপুরের ১ চাকুরীজীবী শনাক্ত হয়েছে।

এছাড়াও লক্ষ্মীপুর সদরে ১ ও রায়পুর উপজেলার ১ জন পুরাতন শনাক্ত ব্যক্তি রয়েছে।

এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৮৬ জন।

আজ সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টার (ঘওখগজঈ) এ বিগত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সংগৃহীত নমুনা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে আজ রেজাল্ট পাওয়া যায়। সর্বমোট প্রাপ্ত রেজাল্ট ২শ’ ৮৫।

এর মধ্যে নতুন পজেটিভ ৩১ জন। এছাড়াও ঘঝঞট হতে প্রাপ্ত পজেটিভ ৫ (কমলনগর) ও ঢাকা হতে আগত ১ (সদর) রয়েছেন। সর্বমোট জেলায় নতুন ৩৭ জন আক্রান্ত রোগী।

এ নিয়ে সর্বমোট রোগীর সংখ্যা ১শ’ ৮৬ জন। এর আগে জেলায় পজেটিভ রোগীর সংখ্যা ছিল ১শ’ ৪৯ জন।

এবিএন/অ আ আবীর আকাশ/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ