আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় দুর্ভোগ এড়াতে এলাকাবাসীর উদ্যোগে সাঁকো নির্মাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ১০:৫৪

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের কাঁকড়াজান খাল পারাপারের জন্য স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করছেন এলাকাবাসী।

কাঁকড়াজান খালটি বাক্তা ইউনিয়নের বাক্তা দক্ষিণপাড়া ও নিশ্চিন্তপুর এই দু’গ্রামের মানুষদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে যুগের পর যুগ। বিশেষ করে বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুই গ্রামের মানুষের দুর্ভোগ বেড়ে যায় বহুগুনে। তাই দুটি গ্রামের মানুষের সুবিধার্থে বর্ষা মৌসুমের শুরুতেই এবার এই বাঁশের সাঁকো নির্মাণ করছেন এলাকার যুবসমাজ।

খোঁজ নিয়ে জানা যায়, এর পূর্বের বছরের বর্ষা মৌসুমগুলোতে কলাগাছের ভেলায় চরে খাল পারপার হতে হয়েছে এলাকাবাসীর। আবার যোগাযোগ রক্ষার জন্য কখনো কখনো হাঁটু ও কোমড় পানি ভিজিয়ে এই খাল পারি দিতে হয়েছে। কিংবা এর বিকল্প হিসেবে ২/৩ কিলোমিটার মেঠোপথ ঘুরে তাঁদের কেশরগঞ্জ বাজার ও স্কুল কলেজে যাতায়াত করতে হয়েছে।

কিন্তু এবারে সাঁকো নির্মাণের ফলে স্কুল, কলেজপড়ুয়া শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান এলাকাবাসী।

এবিএন/হাফিজুল ইসলাম/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ