আজকের শিরোনাম :

পোরশায় গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ১০:৩২

নওগাঁর পোরশায় চলতি মৌসুমে গাছে থাকা আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার পোরশা বড় মাদ্রাসা এলাকার একটি আমবাগানে চলতি মৌসুমের নিরাপদ আম সংগ্রহের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় উপস্থিত থেকে নিরাপদ আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, পোরশা উপজেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ, সাধারণ সম্পাদক রেজওয়ান শাহ, বাহারি বাজার অনলাইন শপিং এর পরিচালক মাসুদ পারভেজ প্রমূখ।

পোরশা উপজেলায় চলতি মৌসুমে ১০ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এ বছর সর্বমোট আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ মেট্রিক টন ।

এবিএন/ডি এম রাশেদ/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ