আজকের শিরোনাম :

ভালুকায় নতুন করে চিকিৎসকসহ ১৫ জন করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০, ১০:১৮

নতুন করে আবারও চিকিৎসক, শিল্প পুলিশ, শিক্ষিকা ও পোশাক শ্রমিকসহ ১৫ জনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভালুকা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬ জন। এদের মধ্যে আবু হানিফ নামের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন মুঠোফোনে দৈনিক অধিকারকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২৮ মে) রাতে তাদের রক্তে করোনা (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়েছে।

আক্রান্তরা হলেন-ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মালী নিজাম উদ্দিন (৩২), ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মুশফিক'উস সালেহীনের স্ত্রী ডা. আনায়ার খাতুন (২৮), ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ার আসাদুল ইসলাম (৩৫), হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী ক্রাউন ওয়্যারস্ লিমিটেডের পোশাক শ্রমিক মোরর্শেদা (৩৩), আলী হোসেন (৩৫), ইমরান (৩৩), সুজন মিয়া (২৫), ভালুকা মেহেরাবাড়ীর লাবিব গ্রুপের সুলতানা সোয়েটারের রেজাউল ইসলাম (৩৬), ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মেজর ভিটার ও উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর মনি চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন নাহার (৩৩), ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ দুলাল চন্দ্র মালাকার (৪২), মাসুদ আলী (৪৭), হুমায়ুন কবির (৪০), দীপংকর (৩৩), গৌতম (৩৫) ও মোবারক আলম (৩০) তারা পাঁচজন ভালুকার শিল্প পুলিশ। এদের ১৫ জনের মধ্যে আলী হোসেন ও ইমরান পুরাতন রোগী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ