আজকের শিরোনাম :

মাগুরায় আ.লীগের দুপক্ষে সংঘর্ষে আহত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২০, ২০:০৪

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে ঈদের নামাজের মাঠে আওয়ামী লীগের দুপক্ষের কয়েক দফা সংঘর্ষে সোমবার ঈদুল ফিতরের জামাত পণ্ড এবং বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সেই সাথে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫০ রাউন্ড গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সাতজনকে গ্রেপ্তার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুত্তাসিন বিল্লাহ সংগ্রাম এবং আওয়ামী লীগ নেতা আমির হোসেন মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে ঈদের নামাজের মাঠে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। ফলে জামাত পণ্ড হয়ে যায়।

এ ঘটনার সূত্র ধরে মুত্তাসিন বিল্লাহের সমর্থকরা জোটবদ্ধ হয়ে আমির হোসের ও তার সমর্থকদের বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।

‘খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ পাহারা দিচ্ছে,’ যোগ করেন ওসি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ