আজকের শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করল সেনাবাহিনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১৫:৪০ | আপডেট : ২৪ মে ২০২০, ১৫:৫৮

বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর উপজেলার ১২টি মাদ্রাসার ৫ শতাধিক এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে প্রায় ৫ শতাধিক এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে পোলাও এর চাল, সেমাই, চিনি, গুঁড়াদুধ, সয়াবিন তেল ও সেই সাথে এতিমখানার জনবল অনুযায়ী নগদ ৩ হাজার টাকা করে প্রদান করেন ক্যাপ্টেন ইরফান, ক্যাপ্টেন শিহাব ও লেফটেনেন্ট আসিফ।

৬৬ পদাতিক ডিভিশনের অন্তর্গত ২২২ পদাতিক ব্রিগেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দি বেবী টাইগার্স এর অধিনায়ক লে. কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ যেন সব সময় মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম


   

 

এই বিভাগের আরো সংবাদ