আজকের শিরোনাম :

খানসামায় ৪৫৯ মসজিদ পাচ্ছে নগদ অর্থ সহায়তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২০, ১১:২৯

প্রাণঘাতী করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে মসজিদগুলোতে দানের পরিমাণ কমে যাওয়ায় মসজিদের ব্যয় নির্বাহের জন্য দিনাজপুরের খানসামা উপজেলায় তালিকাভুক্ত ৪৫৯টি মসজিদ পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মসজিদ প্রতি এককালীন ৫০০০ টাকা হারে নগদ অর্থ সহায়তা।

এতে খানসামা উপজেলার মসজিদগুলোতে সরকারের ব্যয় হচ্ছে ২২লক্ষ ৯৫ হাজার টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভুক্ত উপজেলার ৪৫৯টি মসজিদের ইমাম/সভাপতি/সেক্রেটারি যিনি অর্থ গ্রহণ করবেন তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন (ঠিকানা,মোবাইল নাম্বারসহ তিনি সংশ্লিষ্ট মসজিদের সভাপতি/সেক্রেটারি/ইমাম এই মর্মে প্রত্যয়ন) সহ অর্থ গ্রহনের সময় মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারি/ ইমাম এদের মধ্যে ২ জনের উপস্থিতি বাধ্যতামূলক।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, মসজিদের দৈনন্দিন ও আনুষাঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান তালিকাভুক্ত ৪৫৯টি মসজিদে আজ শুক্রবার (২২ মে) বিতরণ করা হবে।

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ