আজকের শিরোনাম :

ধুনটে সরকারিভাবে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২০, ১২:৪২ | আপডেট : ২১ মে ২০২০, ১২:৪৬

বগুড়ার ধুনট উপজেলায় সরকারিভাবে ৩ হাজার ১২৯ মেট্রিক টন ধান ও ৪ হাজার ৭৭ মেট্রিক টন চাল ক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টায় ধুনট উপজেলা খাদ্য গুদাম ও গোসাইবাড়ী খাদ্যগুদামে পৃথকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ধুনট খাদ্যগুদামে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে ধান-চাল ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক মতিয়ার রহমান সাজু, উপজেলা খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম, ধুনট খাদ্যগুদাম কর্মকর্তা কামরুল ইসলাম, গোসাইবাড়ী খাদ্য গুদাম কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আশিকুর রশিদ হেলাল প্রমূখ।

এবিএন/ইমরান হোসেন/গালিব/জসিম
 

 

এই বিভাগের আরো সংবাদ