ভাঙ্গায় শিশুসহ ৩ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২০, ১১:৪৯

ফরিদপুরের ভাঙ্গায় দ্বিতীয়বারের মত শিশুসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ভাঙ্গা উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে ওই ৩ জন চিকিৎসা নিতে আসে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের নমুনা পাঠানো হলে তাদের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

গতকাল বুধবার বিকালে প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত হওয়া রোগীদের আশপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।  

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার গনেশ চন্দ্র সাহা  বলেন, আক্রান্তরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে পাঠানো নমুনায় তাদের করোনা শনাক্ত হয়। একইসাথে তাদের পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান জানান, প্রশাসনের কর্মকর্তারা আক্রান্তদের বাড়িতে গিয়ে আশপাশের  বাড়ি লকডাউন করার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়েছে। ভাইরাসটি যাতে না ছড়ায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।  

এদিকে ভাঙ্গা উপজেলায় দ্বিতীয়বারের মত করোনা রোগী শনাক্ত হওয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এ উপজেলায় ভাইরাসটি ছড়িয়ে পড়লে আরও ব্যাপক বিস্তার ঘটাতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারনা হয়েছে।

এবিএন/মাহমুদুর রহমান/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ