আজকের শিরোনাম :

খানসামায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২০, ১১:৩০

সরকার নির্ধারিত সময় বিকেল ৪টার পর দোকান খোলা রাখার অপরাধে দিনাজপুরের খানসামায় ৬ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এ জরিমানা করেন।

ইউএনও মাহবুব জানায়, সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পর বিক্রয়ের উদ্দেশ্যে দোকান খোলা রাখার দায়ে দন্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী খানসামা বাজারে কাপড় ব্যবসায়ী মতিয়ার রহমানকে ১০ হাজার, চৌরঙ্গী বাজারে মুদিখানা ব্যবসায়ী মশিউর রহমানকে ১০ হাজার, পাকেরহাটে ওবাইদুল কনফেকশনারীকে ১০ হাজার, বটতলী বাজারে মুদিখানা ব্যবসায়ী শফিকুলকে ৩ হাজার ও শাহ আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ