আজকের শিরোনাম :

গোপালগঞ্জে ক‌রোনায় এই প্রথম এক জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৮:৩১

গোপালগঞ্জে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে লিটু সরদার (৪৫) না‌মে এক জন মারা গেছে। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসো‌লেশ‌ন ওয়ার্ডে শনিবার (১৬ মে) রাত ৮ টা ১৫ মিনিটে সে মারা যায়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা লুৎফর সরদারের ছেলে লিটু সরদার শহরের জেলা জামে মসজিদ (কোর্ট মসজিদ) এলাকায় মেডিকেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সহকারী হিসাবে কর্মরত ছিলেন। সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ নিয়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিক থেকে ছুটি দেয়া হয়। গত বুধবার (১৩ মে) তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয় এবং বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজিটিভ হয়।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, লিটু সরদারের লাশ দাফনের জন্য গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা লাশ নিয়মানুযায়ী দাফন করবেন।

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত লোকের সংখ্যা ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। আর এই ১ম কোন করোনা আক্রান্ত রোগী মারা গেল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ