আজকের শিরোনাম :

রাঙ্গামাটিতে অসহায়দের জন্য সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২০, ১৬:০৪

করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘এক মিনিটের বাজার’ চালু করেছে সেনাবাহিনী।

আজ শুক্রবার (১৫ মে) সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়াম জিওসি ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্বাবধানে ও রাঙ্গামাটি জোনের ব্যবস্থাপনায় এই বাজার চালু হয়।

এ বাজারে ছিল চাল, আলু, ঢেঁড়শ, শসা, বরবটি, কচুঁর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা ও কাঁচা মরিচ। এক মিনিটের মধ্যে এই ৯ ধরনের খাদ্য সামগ্রী প্রতিটি অসহায় মানুষের মাঝে বিনামূল্যে প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান, পিএসসি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম পিএসসি, মেজর মো. মাহবুব আলম পিএসসি, রাঙ্গামাটি জোন স্টাফ অফিসার মেজর মো. নাজমুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত এ অঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা।

প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতিনিধির মাধ্যমে এসব সবজি ক্রয় করে ব্যতিক্রমী এই বাজার ব্যবস্থা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ