আজকের শিরোনাম :

খানসামায় বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক বাছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২০, ১১:৪৩

দিনাজপুরের খানসামায় চলতি বোরো মৌসুমে স্বচ্ছতার মাধ্যমে সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে উপজেলায় এবার ৬৭৫ জন কৃষক বাছাই করা হয়েছে।

বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে টন প্রতি ২৬ হাজার টাকা মূল্যে সরকারি খাদ্যগুদামে জন প্রতি এক টন করে ধান ক্রয় করবে সরকার।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে লটারি অনুষ্ঠিত হয়।  

উপজেলা কৃষি বিভাগের তালিকাভুক্ত ৭২৭৬ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ৬৭৫ জন কৃষক সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেলেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ মোস্তফা, খানসামা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এদিপ মাহমুদ ও পাকেরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমিত্র বসাক উপস্থিত ছিলেন।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, প্রত্যেক কৃষক নিজে ধান দিবেন এবং নিজের কার্ড অন্যের কাছে বিক্রি করতে পারবেন না। কার্ড হস্তান্তর বা বিক্রির তথ্য পাওয়া গেলে তার কার্ড বাতিল করা হবে।

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ