আজকের শিরোনাম :

কাপাসিয়ায় মৎস্য চাষীদের মাঝে রেণু পোনা ও খাবার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২০, ১০:২৭

গাজীপুরের কাপাসিয়া মুজিববর্ষ উপলক্ষে ন্যাশনাল টেকনোলজী প্রোগ্রাম ফেজ (এনএটিপি ২) এর আওতায় সিআইডি প্রদর্শনী, ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২ পর্যায়) এর আওতায় ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে  উপজেলার ১০ ইউনিয়নে মৎস্য চাষীদের মাঝে রেণু পোনা ও মাছের খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল ১৪ মে দুপুরে উপজেলা মৎস্য অফিসের সামনে থেকে ১০ ইউনিয়নের ২৩ জন মৎস্য চাষীদের মাঝে ৩০ কেজি রেনু পোনা,২০০ কেজি মাছের খাবার বিতরণ করা হয়।

রেণু পোনা ও মাছের খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গাজীপুর জেলা আ. লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হারুন-অর-রশিদ, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমূখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান বলেন মৎস্য চাষে বাংলাদেশ অনেক সফলতার গল্প আছে করোনার সময়ে চাষিরা কাজ করায় তাদের ধন্যবাদ জানান।

সিনিন হোসেন রিমি আপার মানবিক কাপাসিয়া গড়ার লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ করার জন্য চাষীদের আহবান জানান তিনি।

এবিএন/নূরুল আমীন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ