রাঙ্গামাটিতে করোনায় নতুন আক্রান্ত ১০জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৯:৪১

রাঙ্গামাটি জেলাতে সর্বমোট কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ২৪জন। বৃহস্পতিবারে নতুন ১০জন যোগ হয়েছে। জুরাছড়িতে ৬জন, লংগদুতে ২জন ও সদর জেনারেল হাসপাতালে ২জন। সদর হাসপাতালে ২জনের মধ্যে একজন নার্স এবং আরেকজন আয়া বলে জানা গেছে।

সিভিল সার্জন অফিসে করোনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেডিকেল অফিসার ডাক্তার মোস্তফা কামাল জানিয়েছেন, গত ৬মে এক ৯মাসের শিশু, নার্সসহ ৪জনের পজিটিভ রিপোর্ট আসে। ১২ মে ৫ ডাক্তার ২ নার্সসহ ১০জনের রিপোর্ট পজিটিভ আসে। গতকাল ১নার্স ও ১আয়াসহ ১০জনের রিপোর্ট পজিটিভ আসে।

এনিয়ে রাঙ্গামাটিতে মোট ২৪জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রথম ৪জনের তৃতীয় রিপোর্ট আসলে বলা যাবে। তবে এখনো পর্যন্ত সকলের ফাইনালি রিপোর্ট হাতে আসেনি। আমরা একজন রোগীকে ৩বার পরীক্ষা করি। তার পর নিশ্চিত বলতে পারি যে পরিপূর্ণ করোনায় আক্রান্ত কি না সেই রোগী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ