আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২০, ২০:৩৯

লক্ষ্মীপুরে নতুন করে ১৬ জন আক্রান্তসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে।

গতকাল (১৩ মে) বুধবার গভীর রাতে চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটির টেস্ট ডকুমেন্ট থেকে প্রাপ্ত রেজাল্টে লক্ষ্মীপুরে ১৫ জন করোনা রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়।

এছাড়াও লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায় ঢাকার বিআইটিআইডি ৩৫টি প্রাপ্ত রেজাল্ট থেকে ১ জনের (সদর) করোনা শনাক্ত হয়েছে।

এছাড়াও ঢাকা থেকে সদর উপজেলার একজন পজেটিভ রোগী এসেছে বলে জানায় সিভিল সার্জন কার্যালয়।

এনিয়ে জেলায় নতুন ১৬ জনসহ মোট ৭৮জন আক্রান্ত হয়েছে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, নতুন ১৫ জন পজেটিভ বলে অনেকেই জানিয়েছেন। কিন্তু চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটির টেস্ট ডকুমেন্ট এখনও আমাদের কাছে আসেনি। উক্ত ডকুমেন্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা জানিয়ে দেব।

অপর দিকে আইইডিসিআর এর ওয়েবসাইটে জেলাওয়ারী লিষ্টে লক্ষ্মীপুর জেলার পজেটিভ রোগীর সংখ্যা ৭৪ জন উল্লেখ করা আছে।

বিষয়টি আমাদের গোচরীভূত হওয়ার সাথে সাথে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগযোগ করি। কর্তৃপক্ষ আমাদেরকে আগামীকাল এ বিষয়ে চেক করে জানাবেন বলে জানিয়েছেন।

এবিএন/অ আ আবীর আকাশ/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ