আজকের শিরোনাম :

ধুনটে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:১৫

বগুড়ার ধুনটে সমাজসেবামূলক সংগঠন ‘স্বপ্নসেবা’র উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫ জন দৃষ্টি প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে আটা, লবণ, তেল, ডাল, সাবান, লাচ্চা সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য প্রান্ত ভূষন শুভ, ফেরদৌস জামান মুকুল, আশাদুল ইসলাম আশা, রাসেল রানা, ইমদাদুল হক, শিহাব উদ্দিন, মাহমুদুল হাসান মিঠু, আতিকুল ইসলাম, জাকির হোসেন বাবু, কামরুল ইসলাম, আব্দুর রহমান প্রমূখ।

স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, স্বপ্নসেবা সংগঠন অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় এপর্যন্ত ৭০টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও ৪৫জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসব দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠনের পাশাপাশি উচ্চ বিত্তদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

এবিএন/ইমরান হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ