আজকের শিরোনাম :

জামালগঞ্জে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক বাছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২০, ১৩:৪৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের উন্মুক্ত পদ্ধতিতে বাছাই অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৩ হাজার ৭৭১ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে ৩ হাজার ৭৭১ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে লটারির মাধমে বাছাই পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজল হক।

এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম।

এ সময় জামালগঞ্জ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দীক, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদসহ সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/অরুণ চক্রবর্তী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ