আজকের শিরোনাম :

বীরগঞ্জে কর্মহীন ৬ শতাধিক পরিবারকে ত্রাণ দিল গুডনেইবারস্

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০, ১৬:১৬ | আপডেট : ১২ মে ২০২০, ১৬:১৭

করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনাজপুরের বীরগঞ্জে কর্মহীন অসহায় ৬ শত পরিবারকে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে গুডনেইবারস।

আজ মঙ্গলবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস্রে অর্থায়নে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়েছে।

বীরগঞ্জ সিডিপির কর্ম এলাকার হতদরিদ্র, দিনমুজুর, ভ্যানচালক ও ভিক্ষুকের মাঝে পর্যায়ক্রমে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১৫০ গ্রামের ১টি লাইফবয় সাবান ও ১ কেজি ডিটারজেন্ট পাওডার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, গুডনেইবারস বীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল, সিডিপির কোভিড ১৯ কমিউনিটি অ্যাকশন টিম মেম্বাররা উপস্থিত ছিলেন।

এছাডাও করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক কাজ করছেন সংস্থাটি।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম

   

 

এই বিভাগের আরো সংবাদ