আজকের শিরোনাম :

কচুয়ায় রথযাত্র উৎসব পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১৯:৫৭

কচুয়া (বাগেরহাট), ১৪ জুলাই, এবিনিউজ : কচুয়ায় সনাতন ধর্মালম্বীরা শনিবার থেকে ৯দিন ব্যাপী মহা-ধুমধামের সাথে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্র উৎসব পালন করছে।

আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্র উপলক্ষে কচুয়া সদর, শিবপুর শিববাড়ি, বলভদ্রপুর, রামচন্দ্রপুর, বাধাল বাজার সার্ব জনীন রাধামধাব মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সকল ধর্মের শতশত দর্শনার্থীদে এ রথের মেলায় আগমান ঘটেছে। দুপুর ১২টায় রথ টানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রতি বৎসরের ন্যয় জগন্নাথ দেবের কীর্ত্তন, গীতাপাঠ, শ্রীমত ভগবাত পাঠ, রামায়ন গান, কীর্ত্তন গানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে ২২ শে জুলাই রবিবার (উল্ট রথ টান) পুনঃযাত্রার মাধ্যমে অনুষ্ঠানে শেষ হবে।

এবিএন/শুভংকর  দাস বাচ্চু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ