আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০, ১২:০৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২০ মৌসুমে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে রবিবার অনুষ্ঠিত এ উন্মুক্ত লটারি সোমবার দ্বিতীয় দিনের মত চলতে থাকে।

লটারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান।

এ সময় ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন ও জাহাঙ্গীর আলম।

এছাড়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম। বিভিন্ন ব্লকের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নের্তৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৪৬টি ব্লকের ১ লাখ ২২ হাজার ৬’শ ২০ জন কৃষকের মধ্য থেকে চলতি মৌসুমে বোরো চাষীর নিকট থেকে উৎপাতিদ বোরো ধান সংগ্রহের লক্ষ্যে ৩ হাজার ৫’শ ২০ জন কৃষক নির্বাচন করতে ৪৩ হাজার ৩’শ ২৯ জন কৃষকের কৃষি ভর্তুকি কাডের ফটোকপি এ লটারীতে ব্যবহার করা হয়েছে।

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম
 

 

 

 

এই বিভাগের আরো সংবাদ