আজকের শিরোনাম :

কাউখালীতে অসহায় পরিবারের মাঝে আশা’র খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২০, ১০:০৩

পিরোজপুরের কাউখালীতে বেসরকারী সংস্থা আশার পক্ষ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য আশা কাউখালী ব্রাঞ্চ ও আঞ্চলিক কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারে ২ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে খাদ্যসামগ্রী উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার কাছে হস্তান্তর করেন আশার পিরোজপুর জেলার ডিষ্ট্রিক ম্যানেজার শেখ ফিরোজ আহমদ, আরএম দীপক চক্রবর্ত্তী, বিএম মো. মিজানুর রহমান, বিএম জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন।

প্রতি প্যাকেটে খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল,২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন দেওয়া  হয়েছে।
এছাড়া জেলা প্রশাসকের কাছে ৫ শত জনের জন্য ও প্রতিটি উপজেলায় ২ শত জনের জন্য নির্বাহী অফিসারে কাছে হস্তান্তর করা হয়।

এবিএন/সৈয়দ বশির/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ