আজকের শিরোনাম :

উখিয়ায় ‌‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২০, ১১:৫৪

কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে  শওকত আলী নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

রবিবার (১০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার  পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা শিবিরে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত শওকত একজন ইয়াবা কারবারি ছিলেন। ঘটনাস্থল থেকে পাঁচ ইয়াবা কারবারিকে আটক ও এক লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার মর্জুর ভাষ্যমতে, ক্যাম্পে বেশকিছু ইয়াবা কারবারি বিপুল পরিমাণে ইয়াবা পাচারের জন্য বালুখালী ক্যাম্পে মজুদ করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায় ঘটনাস্থলে শওকত আলীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক এবং অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ