আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় নদী থেকে সরকারি ৫০ বস্তা পঁচা চাল উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২০, ১০:১০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদ থেকে খাদ্য মন্ত্রণালয়ের ৫০ বস্তা পঁচা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার রাতে এসব পঁচা চাল উদ্ধার করা হয়।

এরপর থেকেই ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে উপজেলা প্রশাসন। রোববার সকাল থেকে সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা শহরের অশোক সাহার গোডাউন থেকে আরও ১০০ বস্তা পঁচা চাল উদ্ধার করা হয়।

কুমার নদে ফেলে দেয়া চাল উপজেলা শহরের অশোক সাহার গোডাউনের চালের সাথে মিল পাওয়া গেলে ওই গোডাউন সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ৫ লাখ টাকা জরিমানা করা হয় গোডাউন মালিককে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিটন আলী জানান, অবৈধ মজুদের অপরাধে গোডাউন মালিক অশোক কুমার শাহাকে নগদ ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া কুমার নদ থেকে উদ্ধার করা মেয়াদউত্তীর্ণ চালের আলামত রেখে ঘটনাস্থলে বাকী চাল মাটিতে পুতে ফেলা হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ