আজকের শিরোনাম :

পীরগঞ্জে ৫ শতাধিক পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করল গুডনেইবারস্

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২০, ১৩:৫৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে ৫ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে গুডনেইবারস্।

আজ রবিবার দুপুরে উপরজলার বিভিন্ন স্থানে পর্যায় ক্রমে ৫ শতাধিক কর্মহীন অসহায় মানুষে মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১৫০ গ্রামের ১টি লাইবয় সাবান ও  ১ কেজি ডিটারজেন্ট পাওডার বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ এর আয়োজনে অফিস চত্তরে ত্রান কার্যক্রম বিতরণে অংশ নেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সৈয়দপর ইউপি চেয়ারম্যান একরামুল হক, গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার রেমন্ড কুইয়া, গুডনেইবারস্ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগম।

সংস্থাটি করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম সহ সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করেন।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম


   

 

এই বিভাগের আরো সংবাদ