আজকের শিরোনাম :

চিরিরবন্দরে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২০, ১৩:১৭

নীরব প্রাণঘাতী  করোনাভাইরাসের প্রভাবে পুরোদেশ কার্যত লকডাউন। এর প্রভাবে থমকে গেছে অর্থনীতির চাকা। কর্মহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। দৈনতা আর চরম দুর্দশায় দিন কাটছে নি¤œ আয়ের মানুষের। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটময় মুর্হূতে কর্মহীন, অস্বচ্ছল ও অভুক্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন  চিরিরবন্দর উপজেলা যুবলীগ ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। পৃথকভাবে তাদের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী।

গত ৮ মে দিবাগত রাত ৯টায় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সোনিয়া সরকার তার বাড়ি থেকে উপজেলার ২০০ ব্যক্তিকে ত্রাণ প্রদান করেন।

এ সময় যুব মহিলা লীগের সহ-সভাপতি বেলীয়ারা বেগম, সদস্য মনজিলা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুস সালাম সরকার (মানিক সরকার), যুব মহিলা লীগের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস একই রাতে রাত ১২টার পর হতে পিকআপ ভ্যানে করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাড়ায় পাড়ায় গিয়ে ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/মো. রফিকুল ইসলাম/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ