আজকের শিরোনাম :

লালমনিরহাটে ত্রাণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২০, ১৩:০৭

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ত্রাণের দাবিতে আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে কর্মহীন মোটর শ্রমিকরা।

আজ রোববার (১০ মে) সকালে লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ওই উপজেলার রওশন ফিলিং স্টেশন এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকরা জানান, প্রানঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারী গণপরিবহন বন্ধ ঘোষনা করায় দীর্ঘ দিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন শ্রমিকরা।

কর্মহীন শ্রমিকদের জমা অর্থ শেষ হওয়ায় তারা ত্রাণের জন্য একমাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট তাদের শ্রমিকদের তালিকা দিয়ে ত্রাণ দাবি করেন। গত এক মাস ধরে আজ কাল বলে বিলম্ব করছে প্রশাসন। ফলে অনাহারে অর্ধহারে থাকা শ্রমিকরা বাড়ি থেকে বের হয়ে আঞ্চলিক মহাসড়কে ত্রানের দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যয়ে প্রচন্ড এ রোদে আঞ্চলিক মহাসড়কে শুয়ে পড়েন শ্রমিকরা। এ সময় উভয় পাশে ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।

মোটর শ্রমিক ইউনিয়নের কালীগঞ্জ উপজেলা শাখার সম্পাদক দেলোয়ার হোসেন মুকুল বলেন, পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। ইউএনও ত্রাণ দিতে চেয়ে শ্রমিকদের তালিকা নিয়েছেন। কিন্তু সেই তালিকা নেয়ার এক মাস অতিবাহিত হলেও ত্রাণের কোন খবর নেই। পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার চেয়ে আমাদের কাজের জায়গা খুলে দেন। নয় তো ত্রাণ দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান বলেন, শ্রমিকদের তালিকা নিয়ে ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। সেখানে যাচাই বাছাই করে ত্রাণ দেয়ার কথা। ত্রাণ আমার দেয়ার সুযোগ নেই, ইউনিয়ন পরিষদই ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণের দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ